কক্সবাজার

৪ বাংলাদেশিকে ফেরতঃ মিয়ানমারে বিজিবি-বিজিপি রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন

নুরুল হক, টেকনাফঃ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)র রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন-২২ অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার (১ জুন) রাত পৌনে ৮ টায় মিয়ানমারে মংডুতে রিজিয়ন পর্যায়ে সীমান্ত সম্মেলন থেকে ফিরে টেকনাফ-২ বিজিবি ব্যাটলিয়ান সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম-উস সাকিব।
এসময় তিনি জানান, ‘বৈঠকে সীমান্তে ‘সন্ত্রাস’ দমনে আস্তানা গুড়িয়ে দিতে মিয়ানমার বিজিপি সহযোগিতা চেয়েছেন। পাশাপাশি মিয়ানমারে কাঁটাতারের বেড়ায় বৈদ্যুতিক সংযোগসহ সীমান্তে ইম্প্রোভাইসড এক্সক্লোসিভ ডিবাইস (আইইডি) স্থাপনের বিষয়টি তুলে ধরেন। এছাড়া উভয় দেশের মধ্যে সু সম্পর্ক বজায় রাখা, ইয়াবাসহ মাদক, মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে দুদেশ ঐক্যমত পোষন করেন। এসব বিষয় নিরসনে দুদেশের বর্ডার লিয়াজো অফিসের কার্যক্রম সক্রিয়সহ যৌথ টহল অব্যাহত রাখাসহ দুদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিবি প্রতিনিধিদলের প্রধান আরও বলেন, দুই দেশের সীমান্তে বালু উত্তোলনের বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের পক্ষ থেকে মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা পাচার ঠেকাতে তাদের সহযোগিতা চাওয়া হলে, জবাবে মিয়ানমার পক্ষ থেকে সহযোগিতার আশ্বস্ত করেন। সেদেশে তারা ইয়াবা বিরোধী অভিযান অব্যাহত রেখেছে জানিয়ে বিজিবির এ কর্মকর্তা বলেন, বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনের উত্থাপন করা হলে, বিষয়টি গুরুত্ব দিয়ে শুনেন এবং সেটি উচ্চ পর্যায়ে উত্থাপন করবে বলে জানিয়েছেন।
এর আগে সকাল ১০টায় বৈঠকে অংশ নিতে টেকনাফ-মিয়ানমার ট্রানজিট ঘাট দিয়ে কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাসম-উস সাকিব নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধিদল এবং মিয়ানমারের পক্ষে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ১ নম্বর বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ব্রিগেডিয়ার জেনারেল এইচটেট লুইন নেতৃত্বে ১৫ জনের নেতৃত্বে মংডু টাউন শিপে দুই দেশের প্রতিনিধিদল বৈঠকে বসেন। বৈঠক শেষে মিয়ানমারে কারাভোগ শেষ করা ৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেন।
বৈঠকে বাংলাদেশ সদস্যের মধ্যে ছিলেন, রামু সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আজিজুর রউফ, ডিজিএফআই কর্নেল হাসনাত আহমেদ, টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মুহাম্মদ ইফতেখার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোঃ আরিফুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ রাশেদ হোসাইন চৌধুরী, টেকনাফ ২ বিজিবি অপারেশন অফিসার মোঃ মোহতাসিন বিল্লাহ (শাকিল) প্রমুখ।

Related Articles

Back to top button