কক্সবাজারসারাদেশ
Trending

প্রতিবছর ৩০ হাজার শিশু জন্ম নেয় রোহিঙ্গা ক্যাম্পে

নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গা সংকটে নতুন করে মাথা ব্যথার কারন হতে পারে তাদের উর্ধমুখী জন্মহার। বিভিন্ন সূত্র গুলো জানাচ্ছে, বাংলাদেশে এখন অবস্থান করছে প্রায় ১২ লাখের মতো রোহিঙ্গা। যা কক্সবাজার জেলার মোট জনসংখ্যার প্রায় অর্ধেক ছুঁই ছুঁই। সরকারি হিসেবে প্রতিবছর ৩০ হাজার শিশু জন্ম নেয় ক্যাম্পে।
শরণার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, গেলো ছয় বছরে রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নিয়েছে ১ লক্ষ ৫০ হাজার শিশু। এরমধ্যে কমেছে খাদ্য সহায়তায়ও। যা সংকটকে আরো বেশি জটিল করছে বলে মনে করেন শরণার্থী কমিশনার। এদিকে ক্যাম্প জীবনে তেমন কোনো বিনোদন না থাকায় রোহিঙ্গাদের জন্মহার বৃদ্ধির অন্যতম কারন বলছেন কক্সবাজারের সহকারী সিভিল সার্জন ডা. মহিউদ্দিন আলমগীর। তবে সরকারের পক্ষ থেকে রোহিঙ্গাদের পরিবার পরিকল্পনায় পদক্ষেপের কথা জানান তিনি। এভাবে চলতে থাকলে একসময় জেলা জুড়ে রোহিঙ্গা আধিকত্যার শংকা প্রকাশ করেছেন কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী। সবমিলিয়ে দ্রুত স্থায়ী প্রত্যাবাসন না হলে রোহিঙ্গা পরিস্থিতিতে যুক্ত হতে পারে নতুন নতুন সংকট, এমন আশংকার কথা জানান বিশ্লেষকেরা।

Related Articles

Back to top button