কক্সবাজারসংগঠন সংবাদ

যুব উন্নয়নের নিবন্ধন সনদ পেল সেচ্ছাসেবী সংগঠন “তারুণ্যের অভিযাত্রিক”

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার জেলার স্বেচ্ছাসেবী সংগঠন “তারুণ্যের অভিযাত্রিক ” গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধন সনদ পত্র পেয়েছে।

বুধবার দুপুরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির নিবন্ধন সনদ প্রদান করেন যুব উন্নয়নের অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুদ্দিন মোহম্মদ হাছান আলী।

২০১৮সালের শুরুর দিকে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার তরূণ সংগঠকদের সাথে নিয়ে গড়ে উঠা স্বেচ্ছাসেবী সংগঠন “তারুণ্যের অভিযাত্রিক” ধারাবাহিকভাবে জেলার বিভিন্ন সামাজিক,মানবিক উন্নয়ন কর্মকান্ড ও আত্মনির্ভরশীলতা অর্জনে বহুমূখী কর্মকান্ড সম্পাদন করে আসছে। এ সংগঠনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, শিক্ষা উপকরণ বিতরণ,বৃক্ষরোপণ কর্মসূচি, অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান,করোনাকালীন সময়ে বিশেষ অবদান রাখা, অবহেলিত শিশুদের জন্য ফ্রি শিক্ষাদান কার্যক্রম,পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বরইতলির পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে কাজ করা,পাহাড়ে বসবাসরত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ, ঈদ বস্ত্র বিতরণ, বয়স্ক মানুষের জন্য সচেতনতামূলক আলোচনা, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান, চিকিৎসা সহায়তা, হত-দরিদ্রদের স্বাম্বলম্বীকরণ, মাসিক খাবার বিতরণ সহ নানা ধরণের সামাজিক ও মানবিক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে
ব্যাপক সুনাম অর্জন করেছে।

এসব কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ নিবন্ধন সনদপত্র গ্রহণ করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি হিমেল বড়ুয়া হিমু।

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির এডমিন যীশু কান্তি দে, তারুণ্য ব্লাড ডোনারস সোসাইটি প্রতিষ্ঠাতা মোহম্মদ সোহেল সহ প্রমুখ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

সংগঠনটির প্রতিষ্ঠাতা হিমেল বড়ুয়া বলেন, “সংগঠনের বহুমাত্রিক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যনে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়াঁতে এবং অসহায় মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে কাজ করে যাওয়া আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।”

এছাড়া তিনি সংগঠনটির উপদেষ্টামন্ডলী,কার্যকরী কমিটির সদস্য ও সকল সাধারণ সদস্যদের মাধ্যমে সংগঠনকে আরো গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

Related Articles

Back to top button