আইন-আদালতউখিয়াকক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্পে আরসার চেয়ারম্যান নুর মোহাম্মদ আটক।

উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে
মিয়ানমারের নিষিদ্ধ সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক চেয়ারম্যানকে আটক করেছে এপিবিএন।

আটককৃত আরসা চেয়ারম্যান নুর মোহাম্মদ
সন্ত্রাসী গ্রুপের ফতোয়া কমিটির চেয়ারম্যান ছিলেন।

বৃহস্পতিবার (৭ জুলাই) রাতে
উখিয়ার ৭ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প নৌকার মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক নাইমুল হক জানান,
রাতে গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে আরসা সন্ত্রাসী গ্রুপের ফতোয়া চেয়ারম্যানকে আটক করা হয়। রাতে ক্যাম্প এলাকায় আরসার সাংগঠনিক কার্যক্রম চালাতেন নূর মোহাম্মদ। তিনি সবসময় ছদ্দবেশে চলতেন। সাংগঠনিক কার্যক্রম চালাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন তিনি।

আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা)
রোহিঙ্গাদের মিয়ানমার সরকারের নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে কাজ করে।
২০১২ সালে সাম্প্রদায়িক সহিংসতার পর হারাকা আল-ইয়াকিন নামে যাত্রা শুরু করে বিদ্রোহী সংগঠনটি। পরে তারা আরসা নামে কাজ শুরু করে।

Related Articles

Back to top button