কক্সবাজারসংগঠন সংবাদ

১০ হাজার নেতাকর্মী নিয়ে ঢাকা যাবে কক্সবাজার জেলা ছাত্রলীগ

প্রেস বিজ্ঞপ্তি:

১০ হাজার নেতা কর্মী নিয়ে বাংলাদেশ ছাত্রলীগের স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশে যোগদানের প্রস্তুতি নিয়ে জেলা ছাত্রলীগের বর্ধিত সভা সম্পন্ন হয়েছে।

শোকের মাসে কেন্দ্রীয় ছাত্রলীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর স্মরণে আগামী ০১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ছাত্র সমাবেশ সফল করার লক্ষ্যে কক্সবাজার জেলা ছাত্রলীগ উদ্যোগে বৃহস্পতিবার (২৪ আগস্ট) জেলা সব ইউনিটকে প্রধানদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রলীগ সভাপতি এস এম সাদ্দাম হোসাইন বলেন, বিগত দিনের কক্সবাজার জেলা ছাত্রলীগের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ইতোমধ্যেই কেন্দ্রীয় ছাত্রলীগ নজর কেড়েছে কক্সবাজার। তাই আগামী নির্বাচনকে সামনে রেখে ছাত্র সমাবেশকে সফল করতে কক্সবাজার জেলা ছাত্রলীগ ১০ হাজার নেতাকর্মী নিয়ে সমুদ্র পাড় হতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান স্লোগানে স্লোগানে মুখরিত করবে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান ২৫ আগস্ট কক্সবাজার জেলা ছাত্রলীগের আওতাধীন সব ইউনিটকে বর্ধিত সভার মাধ্যমে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সংগঠিত করার নির্দেশ দেন।

তিনি আরো জানান ৩১ আগস্ট বৃহস্পতিবার রাতে কক্সবাজার জেলা সব উপজেলা থেকে আগত বাস গুলো রাত ১২টার মধ্যে চকরিয়া হারবাং এর ইনানী রিসোর্টে একত্রিত হয়ে এক সাথে ঢাকা র উদ্দেশ্যে রওয়ান হবে।

০১ সেপ্টেম্বর শুক্রবার ঢাকায় পৌঁছে দুপুরের খাবার গ্রহণ করে এবং এরপর জুমার নামাজ আদায় করে ছাত্র সমাবেশে যোগদান করবেন। এর পর সমাবেশ শেষ করে যেই বাস নিয়ে যাবে সেই বাস নিয়ে আবার কক্সবাজার ফেরত আসবে।

বিশেষ বর্ধিত সভায় বগুড়া জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ, সকল পৌর, উপজেলা, কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button