কক্সবাজারহোয়াইক্যং
Trending

টেকনাফে ইয়াবাসহ আটক ১, মাইক্রোবাস জব্দ

হোয়াইক্যং হাইওয়ে পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের হাইওয়ে পুলিশ কর্তৃক ৫ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারি আটক ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। গতকাল ৫ আগস্ট (মঙ্গলবার) বিকালে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের হোয়াইক্যং হাইওয়ে থানার এএসআই/মোঃ জসিম উদ্দিন সংগীয় ফোর্সসহ মহাসড়কে নিয়মিত চেকপোস্ট ডিউটি করাকালে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের টেকনাফ থানাধীন নয়াপাড়া নামক স্থানে একটি মাইক্রোবাস ও চালককে আটকপূর্বক তল্লাশি করেন। তল্লাশির এক পর্যায়ে মাইক্রোবাসে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা কালো রংয়ের স্কচ টেপ দিয়ে মোড়ানো তিনটি প্যাকেট পাওয়া যায়। উক্ত প্যাকেট সমূহ খুলে দুইটিতে ১০টি করে মোট ২০টি এবং একটিতে ৫টি সর্বমোট ২৫টি নীল রং এর জিপার ব্যাগ পেয়ে স্বাক্ষীদের উপস্থিতিতে উক্ত ২৫টি জিপার ব্যাগ খুলে প্রতিটিতে ২০০ পিস করে মোট ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে পরিবহনের কাজে ব্যবহৃত মাইক্রোবাস (রেজিঃ নং- চট্টমেট্রো-চ-১১-২৪৩৭) সহ জব্ধ করা হয়। অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অপরাধে চালককে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে চালক আসামী তার নাম মোঃ মাসউদ (২০), পিতা- মোঃ জাফর আলম, মাতা- সেতারা বেগম, সাং- জাদিমূড়া, ওয়ার্ড নং- ০৯, হ্নীলা ইউপি, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার মর্মে প্রকাশ করে। জব্ধকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা এবং মাইক্রোবাস এর মূল্য অনুমান ১০ লক্ষ টাকা।  টেকনাফ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Back to top button