কক্সবাজারটেকনাফসারাদেশ
Trending

টেকনাফে ইয়াবাসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক
টেকনাফে অভিযান চালিয়ে ২৮ হাজার ইয়াবাসহ ৪ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবার একটি চালান মিয়ানমার থেকে সাবরাংয়ের মুন্ডার ডেইল ঘাট হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদের নেতৃত্বে টেকনাফ সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে মুন্ডার ডেইল ঘাটে সমুদ্র থেকে আগত একটি ফিশিং বোট হতে সন্দেহজনক ৪ জন ব্যক্তিকে নামতে দেখা যায়। কোস্ট গার্ড সদস্যরা তাদেরকে থামার সংকেত দিলে বোটটি পুনরায় সমুদ্রের দিকে চলে যায় এবং নেমে যাওয়া ব্যক্তিরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে উক্ত ৪ জন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তাদেরকে তল্লাশি করে মোঃ ইয়াছিন (৩৬) এর কাছে থাকা একটি পলি ব্যাগ থেকে ২৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

Related Articles

Back to top button