কক্সবাজারসারাদেশহোয়াইক্যং
Trending

টেকনাফে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, আটক ১

নিজস্ব প্রতিবেদক
টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে প্রাইভেটকার তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবাসহ এক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত চালক হচ্ছেন, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া গ্রামের সৈয়দ হোসাইনের ছেলে মোহাম্মদ মাসুম। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ(বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে টেকনাফ-২ বিজিবি’র ব্যাটালিয়নের নিজস্ব গোয়েন্দা সূত্রে জানা যায়, মেরিন ড্রাইভ অথবা টেকনাফ-কক্সবাজার মহাসড়ক দিয়ে প্রাইভেটকারযোগে মাদকের একটি চালান পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি’র দমদমিয়া, হোয়াইক্যং, খুরেরমুখ এবং শীলখালী চেকপোস্টে যানবাহন তল্লাশি কার্যক্রমে নজরদারি বাড়ানো হয়। কিছুক্ষণ পর কক্সবাজারগামী একটি প্রাইভেটকার হোয়াইক্যং চেকপোস্টে আসলে তা তল্লাশির জন্য থামানো হয়। গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের সাথে প্রাইভেটকারটি মিলে যাওয়ায় এবং চালকের আচরণ সন্দেহজনক হওয়ায় চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা প্রাইভেটকারটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হয়। পরে চালকের স্বীকারোক্তি অনুযায়ী প্রাইভেটকারের পিছনের বাম পাশের চাকার ভিতরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অবৈধভাবে মাদকদ্রব্য বহন ও পাচারের দায়ে প্রাইভেটকারসহ চালক মোহাম্মদ মাসুমকে আটক করা হয়। তিনি আরো জানান, আটককৃত চালককে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেটকারসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Back to top button