উখিয়াকক্সবাজারসারাদেশ
Trending

যৌথ অভিযানে ২৬০ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের উখিয়ায় পুলিশ ও এপিবিএন যৌথ অভিযান চালিয়ে ২৬০ জন রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয়। পরে যাচাই বাছাই করে সংশ্লিষ্ট ক্যাম্প ইর্নচাজ নিকট হস্তান্তর করা হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়। ৮ এপিবিএনের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মো: আমির জাফর সত্যতা নিশ্চিত করেন।
তিনি আরো বলেন, আটককৃত রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কাজের সন্ধানে বের হচ্ছে। ক্যাম্পের অভ্যন্তরে সড়কের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ১০টি চেকপোস্ট ফাঁকি দিয়ে বিভিন্ন স্হানে পালিয়ে যাওয়ার সময় ২শ জন রোহিঙ্গা আটক করা হয়।
জানা যায়, উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্প থেকে প্রতিদিন বিভিন্নভাবে বিপুল সংখ্যক রোহিঙ্গা পালিয়ে যাচ্ছে। অল্প সংখ্যাক রোহিঙ্গা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হচ্ছে। এ ব্যাপারে ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) উক্য সিং বলেন, আটককৃত রোহিঙ্গাদের কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের সিআইসির নিকট হস্তান্তর করা হয়।

Related Articles

Back to top button