জাতীয়সারাদেশ
Trending

নাইক্ষ্যংছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের বাজারের দক্ষিণ পাশের মার্কেটে দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ ও বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বুধবার ( ২০ সেপ্টেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ফার্মেসী, মুদির দোকান ও কাঁচা বাজারে অভিযান পরিচালনা করেন। মেয়াদত্তীর্ণ ওষুধ ও পণ্যদ্রব্য বিক্রির অপরাধে আব্দুল্লাহ প্রকাশ আব্দু সওদগরের মোদির দোকানে ২ হাজার টাকা ও মোঃ ইসলাম ঔষধের দোকানকে ১ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা। তিনি এক প্রেস বার্তায় জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এ দুই দোকান মালিককে মোট ৩,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় যথা যথভাবে মূল্য তালিকা প্রদর্শন, অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করাসহ ভোক্তা অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

Related Articles

Back to top button