খেলা

বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়ে দি মারিয়া

স্পোর্টস ডেস্কঃ

শেষ দুই দশকে আর্জেন্টিনার বড় সাফল্য বলতে আছে কেবল একটা অলিম্পিক সোনা আর একটা কোপা আমেরিকা শিরোপা। দুটোর ফাইনালেই গোল এসেছে আনহেল ডি মারিয়ার পা থেকে। চলতি মাসের শুরুতে ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ফিনালিসিমাতেও ছিল তার গোল। এত কিছুর পরও বিশ্বকাপে জায়গা পাবেন কি না, তা নিয়ে সন্দেহে আর্জেন্টিনার অনেক জয়ের এই নায়ক।

সম্প্রতি টিএনটি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বললেন, ‘বিশ্বকাপে একমাত্র মেসির জায়গাই পাকা আছে।’ কথাটা অবশ্য গেল বছর কোচ লিওনেল স্ক্যালোনিও বলেছিলেন।

ডি মারিয়ার বলার কারণ অবশ্য ভিন্ন। নিজের জায়গা নিয়ে তার সন্দেহ মূলত তার ক্লাব বদলে ফেলার কারণে। পিএসজির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে চলতি মাসের শেষেই, ফরাসি দলটির সঙ্গে নতুন চুক্তি করেননি তিনি। কোথায় যাবেন, সেটাও ঠিক নয় এখনো। নতুন ক্লাবে যাওয়া, এরপর সেখানে মানিয়ে নেওয়া, এরপর পারফর্ম্যান্স দিয়ে বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়া… এজন্য তিনি পাচ্ছেন মাত্র ৪ মাসের মতো সময়। কাজটা কঠিন বেশ।

তিনি বলেন, ‘চার মাস বাকি আছে এখনো, আপনি জানেন না এ সময়ে কী হবে। আমাকে ক্লাব বদলাতে হবে, মানিয়ে নিতে হবে, খেলতে হবে, ভালো অনুভবও করতে হবে। আর এটা অনেক কিছু বদলে দেবে।’

ডি মারিয়া আর্জেন্টিনার শেষ কয়েক বছর ধরেই স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য। তবে ফর্মহীনতার কারণে গেল জুন থেকে কোপা আমেরিকার সেমিফাইনাল পর্যন্ত দলে সুযোগ পেয়েছেন সামান্যই।

ফাইনালে অনেকটা চমক হিসেবেই তাকে শুরুর একাদশে রেখেছিলেন কোচ স্ক্যালোনি। আর এরপরই করে বসেন গোলটা, বনে যান নায়ক। এরপর থেকে দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন তিনি। তবে ডি মারিয়া জানেন, পরিস্থিতিটা দ্রুতই বদলে যেতে পারে।

Related Articles

Back to top button