বিনোদন

মুক্তির অনুমতি পেল তারকাবহুল ‘দামাল’

বিনোদন ডেস্কঃ

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত তারকাবহুল ছবি ‘দামাল’।

শিশুসাহিত্যিক, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন রায়হান রাফী।

৮ আগস্ট তারকাবহুল এ ছবিটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়। পরে ‘নো অবজেকশন’ সার্টিফিকেট প্রদানে সম্মত হন সেন্সর বোর্ডের সদস্যরা।

সেন্সর বোর্ড সচিব মমিনুল হক খবরটি নিশ্চিত করেছেন। ‘দামাল’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সুমিত, রাশেদ অপু, সাঈদ বাবু, নাজমুস সাকিব, শাহনাজ সুমি, বৃষ্টি, অথৈ, পূজা প্রমুখ।

রায়হান রাফি বলেন, ‘তার ক্যারিয়ারে এখন পর্যন্ত সেরা ছবি হতে যাচ্ছে মুক্তিযুদ্ধকালীন ফুটবল দল নিয়ে নির্মিত ‘দামাল’। মুক্তিযুদ্ধের সময়কার স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প থাকবে ‘দামাল’-এ। দেখা যাবে, ফুটবল খেলে অর্জিত অর্থ মুক্তিযোদ্ধের জন্য ব্যয় করছেন এ দলটির সদস্যরা। যেটি ইতিহাসের অংশ, যা অনেকের কাছে অজানা। সেই অজানা উঠে আসবে ‘দামাল’-এ।

তিনি আরও বলেন, ‘দামাল’ যে গল্প নিয়ে নির্মিত পৃথিবীর অন্য কোনো দেশে এমন ইতিহাস নেই। ১৯৭১ সালে ফুটবল দল এবং বর্তমান সময়ে নারী ফুটবল দলের কিছু চিত্র সমন্বয় দেখা যাবে ‘দামাল’ ছবিতে। এটি ব্যয়বহুল ছবি। উত্তরবঙ্গের সৈয়দপুর, রংপুরের বিভিন্ন লোকেশনে একটানা শুটিংয়ের মাধ্যমে কাজ শেষ হয়েছে। ভিএফএক্সে প্রচুর সময় দিতে হয়েছে। সব মিলিয়ে দুর্দান্ত কিছু নিয়ে আসছে দামাল।’

উল্লেখ্য, রায়হান রাফি এর আগে পোড়ামন-২, দহন ও পরাণ নির্মাণ করেছেন।

Related Articles

Back to top button